তিন মাস পর উন্মুক্ত কুয়াকাটা সমুদ্র সৈকত
অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে টানা তিন মাসেরও বেশি সময় ধরে লকডাউন কাটিয়ে অবশেষে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) থেকে করোনার স্বাস্থ্যবিধি মেনেই কুয়াকাটার হোটেল মোটেলগুলো খুলেছে।
দেশে করোনা সংকট শুরু হওয়ার পর গত ১৮ মার্চ সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ওই সময় কুয়াকাটায় আটকা পড়া পর্যটকরা দ্রুত যার যার গন্তব্যে চলে যান। এরপরই বন্ধ হয়ে যায় কুয়াকাটার পর্যটনকেন্দ্রিক সকল ব্যবসা-বাণিজ্য।
গত বৃহস্পতিবার কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি চাইলে জেলা প্রশাসন ১ জুলাই থেকে চালু করার অনুমতি দেয়।
এর আগে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে হোটেল-মোটেল ব্যবস্থাপনা এবং পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, স্বাস্থ্যবিধি মেনে ১৪টি শর্ত সাপেক্ষে ১ জুলাই থেকে আবাসিক হোটেল মোটেল, রেস্তোরাঁ খোলার নির্দেশ দেয়া হয়েছে। আবাসিক হোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটক রাখছে কিনা জেলা প্রশাসন ও হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে তা পর্যবেক্ষণ করবে।
কোনো হোটেল যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।