বিশ্বনাথে গণধর্ষণ মামলার প্রধান আসামী আনোয়ার গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।
গত ১ জুলাই রাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। ঘটনার বারোদিন পর গত সোমবার বিশ্বনাথ থানায় আনোয়ার মিয়াকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে থানায় মামলা (নং-১১) দায়ের করে ভিকটিম তরুণী। মামলার অপর দুই আসামী ইসবপুর গ্রামের রিয়াছদ আলীর পুত্র সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর পুত্র শায়েস্তাবুর মিয়া (৩০) পলাতক রয়েছেন।