বগুড়ায় ১৭নং ওয়ার্ডে আরোও ৬শত ৯০ জন কার্ডধারীদের মাঝে বিশেষ ওএমএস চাল বিতরন
বগুড়া প্রতিনিধি : করোনা ভাইরাসের পরিস্থিত মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মহীন মানুষের জন্য খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস মাধ্যমে ১০টাকা কেজি চাল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কার্ডধারীদের মাঝে বিতরন করা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে শহরের মাটিডালী উচ্চ বিদ্যালয় মাঠে ওএমএস মাধ্যমে ১০টাকা কেজি চাল কর্মহীন মানুষের মাঝে বিতরনের উদ্বোধন করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা । ১০ টাকা দরে ২০ কেজি করে নতুন আরোও ৬শত ৯০জন সুবিধাভোগীদের মাঝে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিলার কে এম নবী, স্বেচ্ছসেবক মোঃ নাহিদ, মোঃ মোঃ তাজু, মোঃ খোকন, জাকির হোসেন, রাসেল প্রাং, মোঃ মিঠু, মিজু, ওয়ার্ড অফিস সাধারন সম্পাদক সজল কুমার নিপুসহ অত্র ওয়ার্ডের স্বেচ্ছাসেবকবৃন্দ।