কাহালু খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও মাছুদুর রহমান
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ২০১৯-২০২০ অর্থ বছরের জুন কোজিং উপলক্ষে সোমবার বগুড়ার কাহালু খাদ্য গুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, কাহালু খাদ্য গুদাম কর্মকর্তা মাছুদ রানা প্রমূখ। তিনি গুদামে রাখা ধান ও চালের স্টক খাতা দেখেন এবং তা মিলিয়ে নেন।