বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসব লাশ উদ্ধার করেছে। এছাড়া যারা এখনো নিখোঁজে রয়েছে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সকালে লঞ্চডুবির এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওয়ানা দেয়।
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
এসময় কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন।

Next Post Previous Post