ফুলছড়িতে যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উদাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ, কৃষকলীগ নেতা আতোয়ার রহমান, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ জানান, উদাখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ ইউনিয়নে আগামী তিন মাসে পর্যায়ক্রমে ছয় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।

Next Post Previous Post