রাজশাহীতে সাংবাদিক মাসুমের দাফন সম্পন্ন

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুম এর নামাজে জানাযা গতকাল সোমবার বাদ যোহর দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে রাজশাহী হেতম খাঁ গোরস্থানে দাফন সর্ম্পন্ন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন তার। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট কাভার করতে বিভিন্ন দেশ সফর করেছেন। মহুমের জানাযায় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত হোসেন, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাদ, সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্প্দাক ডাবলু সরকার,মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি প্রমুখ উপস্থিত ছিলেন । গত রোববার সন্ধ্যায় মাসুম এর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। গত ১৭ জুন থেকে তিনি জ্বরে ভুগছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি এবং তার স্ত্রী শুক্রবার করোনা টেস্ট করান। তবে রোববার রাতে হাসপাতালের ল্যাব রিপোর্টে মাসুম ও তার স্ত্রীর করোনা নেগেটিভ আসে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস। এদিকে, সাংবাদিক তবিবুর রহমান মাসুমের অকাল মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Next Post Previous Post