কলম সৈনিক মোহাম্মদ ইমাদ ভাই

মুহাম্মদ শহীদুল্লাহ :
লিখতে চাইনি কবিতা,
না লিখে পারিনি কভু।
মাওলানা মন্জিলের সুযোগ্য সন্তান
সদা হাসি-খুশি থাকেন যিনি
প্রবন্ধ ও কবিতার ছন্দের অগ্নিশিখা
আলোকিত করে প্রিয় চন্দনাইশ।
যাহার পিতা ছিলেন মহান সাধক
আলেম,মুফতি,মুহাদ্দিস ও অধ্যক্ষ
যাকে ছাড়া কল্পনাহীন দ্বীনের ইলম
তিনিই মহান সাধক ফখরুদ্দীন।
তাহারই ছোট ছেলে ইমাদ উদ্দীন ভাই
কাঠাই সারা বেলা চিন্তুা করে
লিখনিতে ঝরে পড়ে প্রদীপ শিখা
ক্ষুদ্র জ্ঞানে কি লিখিব তাহার শানে?
ভুল ত্রুটি ক্ষমা চাই এই অধমে
পারিনি লিখিতে তবু লিখি
প্রভুর দ্বারে করেন দোয়া
অন্তরের গহীন থেকে।

Next Post Previous Post