নওগাঁয় মৃত্যুর ৭দিন পর প্রতিবেদন এলো করোনা পজিটিভ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক মফিজ উদ্দীন মারা যাওয়ার সাতদিন পর জানা গেছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। রবিবার সন্ধ্যায় আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ১৯ জুন সকালে মফিজ উদ্দীন অন্য রোগের চিকিৎসা করার জন্য উপজেলা হাসপাতালে এসে ভর্তি হন। ওইদিন তার চিকিৎসা করার সময় করোনায় আক্রান্ত সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে তাকে ২০ জুন বাড়িতে পাঠিয়ে দিয়ে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন ২১ জুন (রবিবার) সকালে তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়। তার মারা যাওয়ার পর ২৮জুন (রবিবার) নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন মর্মে প্রতিবেদন এসেছে। এদিকে, একইদিন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ১জন স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।

Next Post Previous Post