নবাবগঞ্জ আশুড়ার বিলের ক্রস ড‍্যামেরধসে যাওয়া বাঁধ নির্মাণের উদ্দোগ নিলেন ইউ, এন ও নাজমুন নাহার

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরে নবাবগঞ্জে পর্যটকদের দৃষ্টিনন্দন ওই বিলে ২০১৯ সালে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসির ) ১৮ লাখ টাকা ব‍্যায়ে ছোট আকারে ক্রস ড‍্যাম নির্মম করেছে। এর কারণে বিল, জাতীয় উদ‍্যান কাঠের সেতু, মৎস্য অভয় আশ্রম, সহ দেশী প্রজাতীর পাখির কিচিরমিচির আওয়াজ পর্যাটকদের আকৃষ্ট করেছে। কয়েক দিনের টানা বর্ষনে গোটা আশুড়ার বিল ভরে গেছে পানি। যার কারণে নির্মিত ক্রসড‍্যাম প্রবাহিত পাানি এক পর্যায়ে পূর্বদিকে কাঁচা মাটির বাঁধ পানির তোড়ে ধসে গেছে এর কারণে বিলের পাানি সহ দেশী প্রজাতীর মাছ বের হয়ে যাচ্ছে। এমন সংবাদ পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ধসে ভেঙ্গে যাওয়া বাঁধটি পৃন সংস্কারের বলিষ্ট পদক্ষেপ নিয়েছেন । সকাল থেকেই বিলে শ্রমিককের কাজ শুরুকরেছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বাঁধ সংস্কারের জায়গা পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন , দিনাজপুর সামাজিক বন ভিাবগের নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মো: খাইরুল ইসলাম,
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বলেছেন নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুরার বিলে বাঁধ শ্রীঘ্রই সংস্কার করা হবে।

Next Post Previous Post