ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারীর জরিমানা ও একজনকে কারাদণ্ড
আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারীর প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুন বুধবার বিকেল ৩টায় ফুলছড়ি থানা পুলিশের এস আই সাইদুর রহমান সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করে। সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন জুয়া আইনে ৭ জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। সরকারি কাজে বাঁধা প্রদান করায় দুই মাসের কারাদণ্ড প্রাপ্ত হলেন ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের পুত্র হোসেন আলী (৩৮) এবং ১০হাজার টাকা করে দন্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ খাটিয়ামারী গ্রামের বাহাজ উদ্দিনের পুত্র ইসমাঈল হোসেনকে (৩৮), পশ্চিম খাটিয়ামারী গ্রামের রবিজল হকের পুত্র ইব্রাহিম আলী (৩৭), একই গ্রামের সেকেন্দার আলীর পুত্র খোরশেদ আলম (৩৮), মৃত. জয়েন উদ্দিনের পুত্র খলিল মিয়া (৩০), মধ্য খাটিয়ামারী গ্রামের মৃত. আষাণ আলীর পুত্র শহিদুল ইসলাম (২৫), ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত. খয়রুল ইসলামের পুত্র শাহজাহান আলী (৩২) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মন্যারচর গ্রামের ইউসুফ আকন্দের পুত্র বিল্লাল আকন্দ (২৪)। জরিমানা প্রাপ্তরা তাৎক্ষণিক টাকা বুঝিয়ে দিয়ে মুক্তি লাভ করেন।