নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে নন্দীগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জন। এ বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে সোমবার রাতে তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। তারসহ নন্দীগ্রামে মোট ৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় ১ জন চিকিৎসকসহ মোট ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছে।

Next Post Previous Post