মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব অর্থায়নে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে জেনারেটর প্রদান
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজস্ব অর্থায়নে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০শয্যার সরকারী হাসপাতালে একটি জেনারেটর প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা সরকারী ৫০শয্যা হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের কাছে এই জেনারেটর হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, গৈলা ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম টিটু তালুকদার, উপজেলা হাসপাতালের ডাক্তার সমীরণ হালদার প্রমুখ।