রাজশাহীর শিরোইল পুলিশ ফাঁড়ির বন্ধের পর কার্যক্রাম শুরু

নাজিম হাসান,রাজশাহী থেকে : নভেল করোনা আতঙ্কে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার শিরোইল পুলিশ ফাঁড়ির সকল কার্যক্রাম স্থাগিত করার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় চালু করা হয়েছে। এবং কোয়ারেন্টিনে থাকা এই ফাঁড়ির কর্মরত ১৮ জন সদস্য কর্মস্থলে যোগদান করেছেন। এবিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান,মঙ্গলবার (২৬ মে) সকালে করোনা পরীক্ষার জন্য ইনচার্জের নমুনা সংগ্রহ করার পর ফাঁড়ির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া এর আগে গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলায় কর্মরত মোশাররফ হোসেন নামে একজন এসআইয়ের মৃত্যু হয়। তার স্ত্রীর ছোট ভাই (শ্যালক) শিরোইল ফাঁড়ির ইনচার্জ। তিনি অসুস্থ ভগ্নিপতিকে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে পুলিশ ফাঁড়ির সকাল কার্যক্রাম বন্ধ ঘোষনা করা হয়। তিনি আরো জানান,বুধবার ফাঁড়ি ইনচার্জ এবং তার পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এতে সকলের ফলাফল নেগেটিভ আসে। ফলে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম পুরনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Next Post Previous Post