বগুড়ায় কোতি ও হিজরাদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার সদর উপজেলার বারপুরে আজ (২৪-০৫-২০) রবিবার সকালে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কোতি ও হিজরাদের মাঝে অনাড়ম্বর পরিবেশে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বারপুর এলাকার কৃতি সন্তান হোচিমিন ও ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করা আরেকজন স্বেচ্ছাসেবী তাসনুভা শিশির এর সার্বিক সহযোগীতায় ৮ জন কোতি ও হিজরাদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই উপহার সামগ্রি গুলো প্রদান করা হয়। উপহার গুলোর মধ্য রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১/২ লিটার তেল, ১টি জীবনুনাশক সাবান, ১/২ কেজি লাচ্ছা সেমাই, হাফ কেজি চিনি ও দুধ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” সমাজের পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীদের নিয়ে যারা কাজ করে তারা বড়মনের অধিকারী হয়, সবাই এদের নিয়ে কাজ করতে চায় না, লোকলজ্জার ভয়ে অনেকে এদের দেখে দূরে থাকে। কিন্তু এরাও সমাজের একটি অংশ। সমাজের ভাল জায়গায় এখন এদের অবস্থান। এরা পৃষ্ঠপোষকতা পেলে আরো ভাল কিছু করতে পারবে। হোচিমিন ও তাসনুভা নামের ব্যক্তিদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য”।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাফায়াত সজল, সাবেক ইউপি সদস্য আঞ্জুমান বানু প্রমুখ।
ঈদ উপহার হাতে পেয়ে আলতাব নামের এক কোতি তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ” করোনার কারণে হামাকেরে কাজ কাম বন্দ হয়ে আচে, সেইসুমি এই উপহার হামাকেরে জন্যি অনেক বড় কিচু,হামরা সগলি খুশি হচি, হামাকেরে দিকি সহজে কোন মানুষ সাহাজ্যের জন্যি হাত বাড়ায় না, সেটি হামরা এই দুঃসময়ে অনেকগুলো উপহার পানু”।