সাতক্ষীরায় করোনা আক্রান্ত সহ তার সংস্পর্শে আসা ব্যক্তির বাড়ি লকডাউন

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাস আক্রান্তসহ তার সংস্পর্শে আসা ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। জানা গেছে করোনার উপসর্গ দেখা দিলে সে তার রিপোর্ট পরিক্ষা করতে দেয় সে অনুযায়ী ২২ মে সন্ধায় তার রিপোর্ট পজেটিভ আসে এবং পুলিশ কর্তৃক আজ ২৩ মে-২০২০ সকাল সাড়ে ৮ টার সময় সাতক্ষীরা সদরের দেবনগরস্থ সেলিম হোসেনের বাসা লক ডাউন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মির্জা সালাহউদ্দিন তার বাসায় উপস্থিত হয়ে বাসাটি লকডাউন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন করোনা আক্রান্ত সেলিম এর খোঁজ খবর নেন এবং তাকে জানান যে সাতক্ষীরা জেলা পুলিশ তার সাথে আছে। তিনি সেলিমকে দৃঢ় মনোবলের সাথে এই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। করোনা আক্রান্ত সেলিম এর সংস্পর্শে অন্য কেউ সংক্রমিত হয়েছে কিনা এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হলে, জানা যায়, সেলিম ভোলা জেলার খেয়াঘাটে অবস্থিত ‘সাগরিকা ফিড মিল’ প্রতিষ্ঠানে চাকরি করেন। সে গত ১৮ মে রাতে সাতক্ষীরায় আসেন। অসুস্থ অনুভব করতে থাকায়, ১৯ মে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টেস্ট করান। মেডিকেল কলেজে যাওয়ার সময় তিনি তার বন্ধু মাসুমের বাইসাইকেলটি ব্যবহার করেন। টেস্ট করে আসার পরে তিনি বাইসাইকেলটি আবার মাসুমের কাছে হস্তান্তর করেন। এজন্য, করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে, সাতক্ষীরা সদেরর দেবনগর গ্রামের আব্দুল খালেক এর ছেলে মাসুম এর বাসাটাও লকডাউন করা হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Next Post Previous Post