রাজশাহীতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ১২ মিলিলিটার বৃষ্টিপাত

নাজিম হাসান,রাজশাহী থেকে : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার (২০ মে) ভোর থেকে রাজশাহী মহানগরসহ আশপাশের উপজেলা গুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এসময় ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী ও আশেপাশের এলাকায় ১২ দশমিক ৩ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহীদুল ইসলাম। এদিকে,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক আইডিতে লিখেছেন, রাজশাহী বিভাগের জন্য (সবাইকে জানানোর অনুরোধ করছি)। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী অঞ্চলে সাইক্লোন আম্পানের অংশ আঘাত হানবে। প্রচুর বৃষ্টি হবে এবং দমকা বাতাস হবে ১০০ কিলোমিটার গতিতে। ফসলের ক্ষতি হবার আশঙ্কা আছে। বড় গাছপালা এবং কাচা ঘরবাড়ি ভেঙে পড়তে পারে। বজ্রপাত হবে। আইলার সময় আমার মনে আছে রাজশাহী অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিলো যা অনেকের ধারণার বাইরে ছিলো। শাহরিয়ার আলম আরও লেখেন,সাইক্লোনের গতিপথ থেকে ধারণা করা যায় চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের চেয়ে রাজশাহী অঞ্চলে ক্ষতি অনেক বেশি হতে পারে। সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। এছাড়া ঘূর্ণিঝড় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট উইন্ডি ডটকম দেখাচ্ছে, বুধবার বিকেল ৪টার দিকে ভারতের জলঙ্গী সীমান্ত হয়ে রাজশাহীর বাঘা উপজেলা এলাকায় প্রবেশ করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। এরপর সেটি আরও উত্তরে গিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। অপরদিকে আম্পানের প্রভাবে ঝড়-বৃষ্টিতে আমসহ ফসলের ক্ষয়ক্ষতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক। তিনি বলেন, আ¤ফানের গতিপথ পরিবর্তন হলে রাজশাহীতেও আঘাত হানতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার অনুরোধ করেছেন।

Next Post Previous Post