আত্রাইয়ে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৪৩৫ মসজিদের ইমাম-মুয়াজ্জিন

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন নওগাঁ আত্রাই উপজেলায় ৪৩৫টি মসজিদকে নগদ ২১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে প্রতিটি মসজিদের ইমামের হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ।
এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আরিফ  মুর্শেদ মিশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ইফাথর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ হজরত আলী, কেয়ারটেকার মোঃ আবুল হোসেন , উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু শাহীনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম উপস্থিত ইমান মুয়াজ্জিমদের উদ্দেশ্য করে বলেন, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয়নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানে অনুমোদন করেছেন। সেই সাথে আসন্ন ঈদের নামায ঈদগাহ মাঠ বা খোলা জায়গায় না পড়ে মসজিদে পড়ার অনুরোধ করেন।
Next Post Previous Post