বগুড়ার সু পরিচিত বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আমজাদ হোসেন তাজমা আর নেই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সু পরিচিত বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আমজাদ হোসেন তাজমা রবিবার সন্ধ্যা আটটায় বাদুরতলা নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর।
তিনি গত দুই বৎসর আগে সেলিম হোটেলের সামনে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর কোমায় যান।এর পর বাদুরতলার নিজ বাসায় ছিলেন।গতকাল রবিবার সন্ধ্যা আটটায় তিনি ইন্তেকাল করেন।আমজাদ হোসেন স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আমজাদ হোসেন তাজমা নঁওগা জেলার রাণীনগর থানার খাজুরীয়া গ্রামের মৃত ঃ তাছির উদ্দিন এর পুত্র। সোমবার বাদ জোহর ভাই পাগলা মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয় । তিনি তাজমা সিরামিকের প্রতিষ্ঠাতা, দীর্ঘদিন বগুড়া চেম্বারের সভাপতি ও ডায়েবেটিকস হাসপাতাল সহ বিভিন্ন সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।সাদা মনের মানুষ হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল।