নবাবগঞ্জে সরকারি ভাবে বোরো চাল সংগ্রহ শুরু
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরিন সরকারি ভাবে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর খাদ্য গুদামে উপজেলার অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্রয় কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, দাউদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বাবয়ক প্রভাষক আবুল বাশার সবুজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য বিভাগ জানায়- ২০২০ সালে বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে তালিকা ভুক্ত চালকল মালিকদের মাধ্যমে উপজেলায় মোট ৩ হাজার ১৮৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।