ইহকাল-পরকাল

এম. তামজীদ হোসাইন :

চোখ মেলিয়া দেখো ঐ আলো
দেখিলে তোমার লাগিবে শুধু ভালো
নয়ন মেলিয়া দেখো যাবে মন ভরে
চিন্তা করিলে অশ্রু তোমার যাবে ঝরে
সকলে মিলে কর সদা পুণ্যের কাজ
দশে মিলিয়া করিতে কাজ কভু করিও না লাজ
স্রষ্টার ইশারা ছাড়া খুলিবে না তোমার আঁখি
তাই চলো সবে তার প্রার্থনা করিতে থাকি
সারাদিন থেকো না মেতে দুনিয়ার খেলায়
পরকালে কেমনে বাঁচিবে আজাবের ঠেলায়?
দুনিয়ার বুকে উঠো না বাহারি উৎসবে মাতি
পুলসিরাতে পাবে না খুঁজিয়া এমন কোনো সাথী
বাঁচিয়া থাকিতে কর কেন মানুষের নিন্দা?
কবরে কি হবে ভাবিয়া দেখেছ কি?
যখন তুমি হবে জিন্দা?
মানুষের দিলে দিও না অযথা কষ্ট
দিলে তোমার সকল পুণ্য হয়ে যাবে নষ্ট
কতো রোহিঙ্গা মুসলমান ভাসিয়া মরিয়াছে সর্বনাশা নদী নাফে
তাদের কি হবে যারা লিপ্ত হয়েছিল রোহিঙ্গা মারার পাপে?
দুষ্ট লোকের কথা শুনে দিও না আগুনে লাফ
ভুল কথা যদি বলিয়া থাকি করো মোরে মাফ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url