জাফলংয়ে বাড়ছে পানি, বাঁধ রক্ষার আকুতি এলাকার মানুষের
রফিক সরকার গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় সিলেটের জাফলংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে পূর্ব জাফলংয়ের বিভিন্ন এলাকায়। রাস্তাঘাটে পানি উঠে মানুষজন চলাচলে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আসামপাড়া এলাকায় বানের পানি বৃদ্ধি পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধের উপর দিয়ে পানি বয়ে গেছে। বেড়িবাঁধের উপরে দিয়ে পানি প্রবাহিত হয়ে বাধা ভেঙে মানুষের ঘরে পানি প্রবেশ করতে পারে। এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এখনো বেড়িবাঁধের উপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। তবে ওই বেড়িবাঁধটি আরেকটু প্রশস্ত ও উচ্চু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে, মঙ্গলবার রাতে আসামপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এতে করে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামের স্কুল, মসজিদ ও সামাজিক গোরস্থানে পানি প্রবেশ করে। আসামপাড়া এলাকার প্রবীণ মুরুব্বি উসমান মিয়া জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের এলাকার বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করছে। স্কুল, মসজিদ ও গোরস্থানেও পানি প্রবেশ করছে। তাই আমাদের এলাকার সাধারণ মানুষ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। যেকোন সময় বেড়িবাঁধ ভেঙে মানুষের ঘরে পানি প্রবেশ করতে পারে। তাই সংশ্লিষ্টদের কাছে বিনীত অনুরোধ আমাদের এলাকায় যাতে বানের পানি প্রবেশ না করতে পারে সেজন্য ওই বেড়িবাঁধটি আরেকটু বড় করার দাবি জানাচ্ছি। এদিকে, আজ বুধবার সকাল থেকে জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ইউনিয়নে সাধারণ মানুষজনের খোঁজ খবর নেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক সরকার, ইউনিয়ন স্বেচ্ছেসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি রিয়াজুল ইসলাম খোকন প্রমুখ।