বগুড়ার গোকুল ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রয়ের উদ্বোধন করলেন চেয়ারম্যান সবুজ সরকার
Admin
24 Mar, 2020
এস আই সুমন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : সোমবার বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়েছে। অত্র ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম এ বছর এটাই প্রথম। সোমবার সকাল ১১ টায় গোকুল বন্দরে ডিলার সরকার সাইফুল ইসলামের সভাপতিত্বে ৫২০ টি পরিবারের মাঝে চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। অত্র ইউনিয়নের গোকুলে ৩টি, চাঁদমুহাতে ২ টি,বেহুলা বাসর ঘর মেড়বন্দরে ১ টি, রামশহর পীরবাড়িতে ১ টি, বাঘোপাড়া বন্দরে ১ টি,গোকুল দক্ষিনপাড়াতে ১ টি ও ছমিল বন্দরে ১ টি সহ মোট ৮টি ডিলারের মাধ্যমে একযোগে এ চাল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। এবার এ ইউনিয়নে মোট ৪১০৭ জন তালিকাভুক্ত কার্ডধারীর মাঝে চাল বিক্রয় করা হবে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। তিনি বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী তাই গরীব ও হতদরিদ্র পরিবারের সুবিধার জন্য ১০ টাকা কেজি চাল বিক্রয় সহ দেশের সকল উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে স্বস্ব ডিলারদের সুবিধা ভোগীদের এক সাথে লাইনে ভীড় না করে একজন একজন করে ডেকে চাল দেওয়ার নির্দেশ দেন। ১ম দিনে তালিকাভুক্ত কার্ডধারীদের চাল কিনতে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে । বেহুলা বাসর ঘর মেড় বন্দরে সদর উপজেলা খাদ্য বান্ধব সমিতির সাধারন সম্পাদক ও ডিলার মোস্তাক আহম্মেদ লিংকন ৫৩১ টি পরিবারের মাঝে চাল বিক্রয় করেন। অনুরুপভাবে চাঁদমুহা সরলপুর বন্দরে ডিলার আলী আজম ৫১০, হরিপুর বন্দরে ডিলার শাহজাহান আলী ৫১০,রামশহর পীরবাড়ি ডিলার এম আর বিপ্লব ৫০৫, বাঘোপাড়া বন্দরে ডিলার আশরাফুল ইসলাম ৫১০,গোকুল দক্ষিনপাড়া ঘাটের রাস্তায় ডিলার ছামসুল হক ৫১০ ও গোকুল ছ’মিল বন্দরে ডিলার নুর আলম সুইট ৫১০ টি পরিবারের মাঝে চাল বিক্রয় করে থাকেন। স্বস্ব স্থানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছার রহমান মুকুল, সবুজ মিয়া,জাকির হোসেন,সমবায় অফসার আতিকুর রহমান,আব্দুল বাছেত,মোন্নাফ হোসেন,স্থানীয় ইউপি সদস্য আলী রেজা তোতন,সাজেদুল ইসলাম সুজন,মহিলা সদস্য মোছাঃ তহমিনা বেগম,আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল,ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান আলী,জাতীয় পার্টি নেতা আপেল মাহমুদ,মিলন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস প্রতিরোধে বেহুলা বাসর ঘর মেড় বন্দরে ডিলার ও উপজেলা খাদ্য বান্ধব সমিতির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন সুবিধা ভোগীদের জন্য সাবান ও স্প্রে ব্যবহার করে থাকেন। অনুরুপ ভাবে স্বস্ব ডিলারগন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে চাল বিক্রয় কার্যক্রম সম্পন্ন করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুবিধা ভোগী নারী – পুরুষ তাদের কার্ডের মাধ্যমে চাল ক্রয় করেন।