গাবতলীর কাগইলে এসিআই গোদরেজ এগ্রোভেট খামারী কর্মশালা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বুধবার বগুড়া গাবতলীর কাগইল বাজারে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এর আয়োজনে খামারী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও ডিলার কামাল হোসেনের সভাপেিত্ব কর্মশালায় খামারীদের প্রশিক্ষন প্রদান করেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এর প্রানীবিদ ডাঃ দেবব্রত রায় গোস্বামী। অন্যদের মাঝে এস,পিও আতিকুর রহমান,খামারী জাহেদুল ইসলাম, ওমর ফারুক, মহিদুল ইসলাম, শফিকুর ইসলাম, আজমল হোসেন, রেজাউল করিম, মতিউর রহমান, হারুনুর রশিদ, পিন্টু মিয়া, এনামুল হকসহ ৩০জন খামারী অংশ গ্রহন করেন।