রাজশাহীতে করোনা প্রতিরোধে প্রশাসনের লিফলেট বিতরণ
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি হাফিজ আক্তার বিপিএম, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক হামিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, ও জেলা পুলিশের উদ্র্ধতন কর্মকর্তা প্রমুখ। জানা গেছে,বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহীতে ফিরেছেন ৮০৯ জন প্রবাসী। তারা রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। এবিষয়ে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার জানান, রাজশাহীতে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী এখনও সনাক্ত হয়নি, সেই সঙ্গে আইসোলেশনেও কেউ নেই। এলাকায় ফেরা প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।এবং বিষয়টি কঠোরভাবে নজরদারিও করা হচ্ছে।