পত্নীতলায় করোনার প্রভাবে দ্রব্য মূল্যের উর্ধগতি

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বিভিন্ন বাজারে করোনার প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধি পেয়েছে। নজিপুর কাঁচা বাজারে সরজমিনে দেখা যায় ১ দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ২০ টাকা, ৬০ টাকার রসুন ১২০ টাকা, চাল কেজিতে ৫ টাকা, ডিম প্রতি হালিতে ৫ টাকা সহ প্রায় সব পন্যই কেজিতে ৫/১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এ দিকে সবজিতেও নেই সস্তি। মুদি ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও চাল ব্যবসায়ী আলেকচান সহ খুচরা বিক্রেতারা অনেকেই জানান তাঁরা আরতদার, ডিলার, ও মিলারদের কাছে বেশী দামে মালামাল ক্রয় করেছেন তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে । যেসব ক্রেতারা ১কেজি পেঁয়াজ ক্রয় করতেন তাঁরা এসে ৫ /১০ কেজি কিনছেন , এরকম প্রতিটি পন্যই বেশী করে ক্রয়ের কারনে এরকম হচ্ছে। তবে কোন দোকানেই দ্রবমূল্যের তালিকা দেখা যায় নি। এ বিষয়ে নজিপুর বাসষ্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু জানান তিনি ব্যবসায়ীদের নায্যমূল্য্যে দ্রব্যাদি বিক্রয়ের পরার্মশ দিয়েছেন । প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানা গেছে ।

Next Post Previous Post