আজ ইসলাহুল উম্মাহ পরিষদ বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিল
এম এ মাজেদ, ইলিয়াস আহমদ : আজ ১৯ মার্চ রোজ বৃহস্পতিবার ইসলাহুল উম্মাহ পরিষদ বাংলাদেশ কিশোরগঞ্জ শাখার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হযরত মাওলানা মুহাম্মাদ আশরাফ আলী দাঃবাঃ সভাপতিত্বে মহাসম্মেলন অনুষ্ঠিত হইবে।
উক্ত ইসলামি মহাসম্মেলন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।বাংলাদেশের বিশিষ্ট বক্তা সুপরিচিত মুখ আলেম আল্লামা নূর হুসাইন কাসেমী দাঃবাঃ এর হাতে গড়া সুযোগ্য ছাএ
হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসহাক মাহমুদ কামালপুরী সাহেব দাঃবাঃ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুল বাছির গফুরী সাহেব, মুফতি শরীফ জামী সাহেব,মুফতি মাহমুদুল হাসান বাশারী সাহেব, মাওলানা কবির আহমাদ আল হুসাইনী প্রমুখ।
মিডিয়া পার্টনার থাকবে,দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক স্বাস্থ্য তথ্য, দৈনিক আলোকিত সকাল,সাপ্তাহিক অগ্রযাএা।