করোনা সর্তকতা: আগামীকাল থেকে বন্ধ থাকবে যশোর পৌর এলাকার দোকানপাট
এবিএস রনি, যশোর থেকে : ২৩ মার্চ সোমবার থেকে ২৯ মার্চ পর্যন্ত যশোর পৌর এলাকার সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাঁচাবাজারসমুহ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে এবং মুদি ও ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে যশোর পৌরসভায় পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সভপতিত্বে জেলা প্রশাসন, পৌরসভা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ী নেতারা এ বিষয়ে একমত পোষণ করার পর এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। এ ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই শহরে মাইকিং করার কথাও জানান জানান পৌর মেয়র।