দেবহাটায় সাজা পরোয়ানা আসামীদের গ্রেফতারে সহায়তা করায় দফাদার ও চৌকিদারকে পুরস্কৃত
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা আজ বৃহসপতিবার ১৯ মার্চ-২০২০ দেবহাটা থানা চত্ত্বরে সাজা পরোয়ানা আাসামী গ্রেফতারে সহায়তা করায় দফাদার হাবিব এবং গ্রাম পুলিশ মনজুরুলকে পুরস্কৃত করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী, এসআই (নিঃ) আবু হানিফ, এসআই(নিঃ) আসিফ মাহমুদ এবং এসআই ( নিঃ) হুমায়ুন কবিরসহ সকল দফাদার ও চৌকিদারবৃন্দ। এ সময় ওসি বিপ্লব কুমার সাহা সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে সকল গ্রাম পুলিশদের উদ্দেশ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পূর্বে প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহন করা এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে হোমকোয়ারান্টাইনে থাকার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা প্রদান করেন।