টেকনাফে র‍্যাবের সাথে গোলাগুলিতে ৭ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫-এর সঙ্গে গোলাগুলিতে ৭ রোহিঙ্গা নিহত হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম জানা যায়নি।
গতকাল রোববার (০১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে টেকনাফের জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে কুখ্যাত ডাকাত দল জকি গ্রুপের সঙ্গে র‍্যাবের এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম।
র‍্যাব-১৫–এর দাবি, রোহিঙ্গা শরণার্থীশিবির–সংলগ্ন জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে জকির আহমেদের নেতৃত্বে ডাকাত দল অবস্থান করছিল—এমন সংবাদ পেয়ে গতকাল রোববার রাতে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গতকাল দিবাগত রাত দুইটা থেকে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ৭০ থেকে ৮০টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। র‌্যাব এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল, সাতটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

Next Post Previous Post