যে খেলায় ধূলাবালু গায়ে লাগে সেটায় হলো প্রকৃত খেলা : ইউএনও আজিজুর রহমান

আকাশ বগুড়া : বগুড়ার সদর উপজেলার নামুজা এস, এস, আই ফাযিল (ডিগ্রি) মাদ্রসার উদ্যোগে রবিবার বিকালে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রসার সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্সে সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান। এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়। নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়, যে খেলায় ধূলাবালু গায়ে লাগে সেটায় হলো প্রকৃত খেলা। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রসার দাতা সদস্য, নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মজিদ সরকার বাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, মাদ্রসার সহ-সভাপতি নাফিজ ফারুক, নামজু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

Next Post Previous Post