রাজাপুরের কলেজ ছাত্র ঢাকায় দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোক
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের সহ সভাপতি বরিশাল থেকে প্রকাশিত বাংলাদেশ বাণীর প্রতিনিধি আলমগীর শরীফের ভাতিজা কলেজ ছাত্র রাসেল শরীফ (১৮) ঢাকায় দুর্ঘটনায় মারা গেছে (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার রাত ২ টার দিকে ঢাকার একটি কারখানায় কর্মরত অবস্থায় সুতার মেশিনে হাত আটকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাসেল উপজেলার পালট গ্রামের ইলিয়াস শরীফের ছেলে ও বড়ইয়া বিশ^বিদ্যালয় কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার মেধাবী ছাত্র ছিলো। সম্প্রতি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তার জন্য লেখাপড়ার পাশাপাশি ঢাকায় সুতার কারখানায় চাকুরি শুরু করেছিলো। শনিবার সকাল ০৯ টায় বড়ইয়া কাচারীবাড়ী হাট সংলগ্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার রাতে তার মরদেহ এলাকায় নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাব ও বড়ইয়া বিশ^বিদ্যালয় কলেজ পরিবার শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।