গুচ্ছগ্রামপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে টিফিন বক্স বিতরণ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ ও স্কুলমুখী করতে প্রণোদনা পুরস্কার হিসেবে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ টিফিন বক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি আব্দুল মান্নান, পিটিএ কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সবুজ, প্রধান শিক্ষক সোহেল আহমেদ, সহকারি শিক্ষিকা সালমা বেগম, আয়েশা বেগম, আনোয়ার আক্তার আনু, জুলেখা আক্তার সুমি, সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন প্রমুখ।