রাজাপুর মডেল স্কুলে শিশুদের ‘ষ্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ৩০ নং রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ে শিশুদের ‘ষ্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ নির্বাচনে ১৫ জন শিশু প্রার্থী ৭টি পদে প্রতি দ্বন্দ্বিতা করে। এদের মধ্যে তৃতীয় শ্রেনীর ‘ক’ শাখার ১নং রোল ধারী মো: তাওহিদ হোসেন সর্বোচ্চ ১৪১ ভোট পেয়ে বিশেষ প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রত্যেক শ্রেনী থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তকারী দুইজন করে মোট ৬জন সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন। এরা হল- ৩য় শ্রেণির তাসরিন জাহান এশা ও আনিকা, ৪র্থ শ্রেণির বনি আমিন ও মারিয়া জাহান মিম এবং ৫ম শ্রেণির আয়শা ইসলাম আফিফা ও সাদিয়া আফরোজ। তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত মোট ভোটার ৩শ’ ৯৬টি। এর মধ্যে ছাত্র ভোটার ১শ’ ৫৭টি এবং ছাত্রী ভোটার ২শ’ ৩৯টি। মোট ভোটারের মধ্যে ২শ’ ৪৯জনে ভোট প্রদান করেন।