বাগমারায় ইউপি আ’লীগের সম্পাদক প্রার্থী হতে চান জেসমিন
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় এই প্রথম ইউনিয়ন আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনে নারীদের জয় জয়কার শুরু হয়েছে। ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিটি স্তরে নারীদের অংশ গ্রহন এখন চোখে পড়ার মত। বাগমারা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগ এখন জেলার অন্যতম মহিলা সংগঠন। এসব মহিলা কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন ছাড়িয়ে বাগমারা নারী সমাজ এখন মূল ধারার রাজনৈতিক পদপদবী পেতে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। এমনি এক নারী নেত্রী জেসমিন আরা। তিনি আগামী (২৮ ফেব্রুয়ারী) উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগেরর ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন। জেসমিন এরি মধ্যে তার প্রার্থীতা জানান দিতে প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কাউন্সিলর(ভোটার) দের সাথে গণসংযোগ শুরু করেছেন। হাতে সময় খুব কম পাওয়ায় তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। জেসমিনের স্বামী সাইফুল ইসলাম উপজেলা বরেন্দ্র অফিসের সহকারি প্রকৌশলী। তিনিও সাধ্যমত জেসমিনকে সহযোগিতা করে চলেছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, জেসমিন একজন একনিষ্ঠ আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পিতা আশরাফ হোসেন সরদার পাশ্ববর্তী গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক। পিতা ও স্বামীর অনুপ্রেরনায় আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দীর্ঘ দুই দশক ধরে ঝিকরার গৃহবধু হিসাবে জেসমিন এলাকার নারীর কল্যান সহ সার্বিক উন্নয়নে সক্রিয় অংশ গ্রহন করে চলেছেন। এবার তিনি ইউনিয়ন আওয়ামীলীগের মূলধারার রাজনীতিতে এসে দল ও এলাকার উন্নয়নে নিজের যোগ্যতা তুলে ধরতে চান। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান আসাদ জানান, বাগমারায় নারী নেতৃত্ব বিকাশে জেলার একটি মডেলে পরিনত হয়েছে। তিনি এই কৃতিত্বের জন্য স্থানীয় সাংসদের ভূয়সী প্রশংশা করে বলেন, ২০০৮ সালে ইঞ্জি এনামুল হক এমপি নির্বাচিত হওয়ার পর বাগমারায় নারীর যে জয়গান শুরু হয়েছিল আজ তা পূর্নতা পেতে চলেছে। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ন পদে মহিলারা স্থান করে নিচ্ছেন। আসন্ন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক হিসাবে মহিলা নেতৃত্ব আসার আরো এক চমক সৃষ্টির আভাস দিয়ে ভাইস চেয়ারম্যান বলেন, শুধু উন্নয়নে নয় দল গঠনেও বাগমারাকে মডেল হিসাবে গড়তে চান আমাদের প্রিয় সাংসদ। এ সব তারই দৃষ্টান্ত। এক প্রতিক্রিয়ায় প্রার্থীতা প্রসঙ্গে জেসমিন আরা বলেন, শুধু নারী সমাজ নয় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার ইচ্ছা থেকেই এখানে প্রার্থী হয়েছি। দলের লোকজন চাইলে ও আমাকে সম্পাদক নির্বাচিত করলে আগামীতে ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার কান্ডারী হতে চাই।