বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের দাফন সম্পন্ন
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মাস্টারের দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৫ টার সময় উপজেলার গনিপুর ইউনিয়নের নিজ গ্রামের রঘুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানায়া শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ খলিলুর রহমান মাস্টারের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুর আগে তিনি মোহনপুর উপজেলার তাঁতিপপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ খলিলুর রহমান মাস্টারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সমাজসেবা অফিসার আব্দুল মমিন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল মালেক, আলী আহম্মেদ, উপজেলা আ’লীগের সদস্য রহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্য সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।