সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে আগৈলঝাড়া প্রেসক্লাবে মানব বন্ধন ও প্রতিবাদ সভা
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও দৈনিক দক্ষিণাঞ্চলের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মানব বন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব আহবায়ক সদস্য সরদার হারুন রানা, মো. শামীমুল ইসলাম, স্বপন দাস, পলাশ দত্ত। ্এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার, মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, সদস্য জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, জয় রায়, নাজমুল রিপন, মৃদুল দাস, বরুণ বাড়ৈ, মারুফ মোল্লা প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।