সাপাহারে গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৯০০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল সহ এনামুল হক (৩০) নামের এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় এমদাদুল হক নামের একজন মাদক ব্যাবসায়ী পলাতক রয়েছে। থানা সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গ্রাম পুলিশ সোলাইমান আলীর সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বড় বৈকন্ঠপুর গ্রামে অভিযান চালায়ে ৯০০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী এনামুল হক কে গ্রেফতার করে। এ সময় অপর মাদক ব্যবসায়ী এমদাদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এনামুল হক উপজেলার বৈকন্ঠনপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে এবং পলাতক মাদক ব্যাবসায়ী এমদাদুল হক উপজেলার আশড়ন্দ গ্রামের মৃত রহিমের ছেলে বলে জানা গেছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীকে শনিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।