মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন : ডেপুটি স্পীকার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা করেছেন। একটি কুচক্রি মহলের কারণে বাংলাদেশে জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মেধা দিয়ে কঠোর হস্তে জঙ্গীবাদ দমন করতে সক্ষম হয়েছেন। তিনি নৈতিকতা শিক্ষা ও ধার্মিক শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসা বোর্ড করেছেন। ইসলাম মানেই শান্তি। এই শান্তি প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের উদ্বোধন শেষে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্ট মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাত এর সভাপতিত্বে ও সমাজ সেবক রেজাউল করিমে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বে-সামরিক বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের অতি: সচিব আইয়ুব হোসেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবীর, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, শিক্ষক জাহিদুর রহমান, একরামুল হক, মাহাবুর রহমান বাবলু প্রমুখ। এছাড়াও ওই দিন বারকোনা হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।