সাদুল্যাপুরে স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বাজারের সড়কে ৮টি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, খোদ্দকোমর পুর বহুমুখী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী মাসুদ কবির রানা,রায়হান শাহ ফেরদৌস নিকোলাস চৌধুরী, ওয়ালীউর রহমান বোরহান, প্রধান শিক্ষক আনারুল ইসলাম খান, ছাত্র জাহিদ, অভিভাবক আঃ রাজ্জাক,সাজেদুল ইসলাম, মোনারুল,সহকারী শিক্ষক আনিছুর রহমান সহ অনেকে। এসময় বক্তরা বলেন – আগামী ৭২ ঘন্টার মধ্যে নিখোঁজ রিশা মনি উদ্ধার করা না হলে বড় ধরনের আন্দোলন ঘোষনা দেওয়া হয়।