নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে কীটনাশক স্প্রে পুড়ে দিলো কৃষকের ধানক্ষেত!
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ : পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁয় কীটনাশক স্প্রে করে এক কৃষকের রোপনকৃত বোরো ধানের ক্ষেত পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন অমানবিক এঘটনাটি ২৩ শে ফেব্রুয়ারি রবিবার জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার ভীমপুর মাঠে ঘটানো হয়েছে। ভুক্তভোগী কৃষক হারুন অর রশিদ শাহীন জানান, আমি ঐ জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে বিভিন্ন ফসল আবাদ করে আসছি এবং আমার বৈধ্য কাগজপত্র ও আছে। কিন্তু পারিবারিক বিবাদের জেরধরে গত বছর ইরিবোরো ও আমন মৌসুমে প্রতিপক্ষ একাব্বর আলী (৪২), আঃ হামিদ ( ৩৫) ও একরামুল হোসেন (২৮) নামে আপন তিন ভাই আমার জমিতে থাকা ফসল বিনষ্ট করে জমি দখল করার চেষ্টা করলেও স্থানিয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌছার কারনে আমার ফসল রক্ষা পেয়েছিলো। সে সময় উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বল্লেও পতিপক্ষরা কোন প্রকার কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এরপর থেকে আমি আবারও জমিতে ফসল ফলিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় চলতি বোরো মৌসুমে ধান রোপন করি। তিনি আরো জানান, পতিপক্ষরা ২২ শে ফেব্রুয়ারি শনিবার ভোর রাতের কোন সময়ে আমার ধান ক্ষেতে হাই পাওয়ার বিষ স্প্রে করে আমার সাড়ে ১১ শতাংশ জমির রোপনকৃত ধান গাছ পুড়িয়ে দিয়েছে।