নওগাঁয় এলইডিপি’র ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা : নওগাঁয় লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রজেক্ট (এলইডিপি)’র প্রফেশনাল আউটসোর্সিং প্রোগ্রামের ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ফেব্রয়ারি) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওয়াশীমুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পিন অফ স্টুডিও’র ফাউন্ডার সিইও এ.এস.এম আসাদুজ্জামান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন। অবহিতকরণ সভার সভাপতি তার স্বাগত বক্তব্যে এই প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা, করণীয় উল্লেখ করেন। নওগাঁ জেলা প্রশাসক তার বক্তব্যে সকল প্রশিক্ষণ প্রার্থীদের উদ্দেশ্যে এই প্রকল্পের গুরুত্ব নিয়ে আলোচনা করে সকলকে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে বলেন। উল্লেখ্য, অবহিতকরণ সভায় মোট ৪শ জন উপস্থিত ছিলেন তন্মধ্যে ২শ ৮৫ জন ছাত্র-ছাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।

Next Post Previous Post