বগুড়ার নুনগোলায় প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসীদের উর্পযপরি ছুরিকাঘাতে ছমিল ব্যবসায়ী যুবক খুন : ইউনিয়ন যুবলীগ সভাপতি সহ আটক ২
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার নুনগোলায় সেলুনে চুল কাটানোর সিরিয়ালকে কেন্দ্র করে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় প্রকাশ্য দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগ সভাপতি রুবেল হোসাইন এর নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী বাহীনির উর্পযপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন আবু সাঈদ(৩৮) নামের এক যুবক। নিহত যুবক আশোকোলা গ্রামের তোজাম্মেল হোসেন তোজামের পুত্র ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শাহ আলম জনির বড় ভাই। নিহত আবু সাঈদ ওই এলাকার স’মিল (করাত কল) ব্যবসায়ী। এই ঘটনায় নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসাইন সহ দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা’র সাথে ঘটনার বিষয়ে মোবাইলে কথা বললে তিনি জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ন্যাংড়া বাজার এলাকায় সেলুনে চুল কাটানোর সিরিয়াল আগে-পরে হওয়াকে কেন্দ্র করে আবু সাঈদের সঙ্গে বাকবিতণ্ডা হয় শান্ত ও জনি নামের দুই যুবকের। পরে এই ঘটনার জেরে রুবেল হোসাইন, শান্ত ও জনিসহ ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী নূনগোলা ঈদগাহ মাঠ এলাকায় ছমিল ব্যবসা প্রতিষ্ঠানে আবু সাঈদ ও তার ভাই জাফরুলের ওপর হামলা করে। হামলার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত সাঈদকে স্থানীয় লোকজনের সহায়তায় টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক)মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, বিকেলে স্থানীয়দের সহায়তায় ঘটনায় মূল অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসাইন ও সীমান্ত নামে দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের ছোট ভাই শাহ আলম জনির সাথে কথা বললে তিনি জানান তাদের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিলো। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।