গাবতলীতে আত্মত্যা অনুকরণ করতে গিয়ে শিশু রব্বানীর আত্মহত্যা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মামুনুর রশিদ (২৩) নামের এক যুবকের গলায় রশি দিয়ে আত্মহত্যার লাশ দেখে রব্বানী (৮) নামের এক শিশু আত্মহত্যার অনুকরণ করতে গিয়ে সেও আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি উত্তরপাড়া এবং জামির বাড়িয়া গ্রামে। পুলিশ মামুনুর রশিদের লাশ হস্তান্তর করেছে এবং রব্বানীর লাশ মর্গে পাঠালে গতকাল শনিবার তা দাফন করেছে।
জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি উত্তরপাড়া গ্রামের এবাদুল হক মন্ডলের একমাত্র ছেলে মামুনুর রশিদ প্রেম ঘটিত বিষয়ে গত বৃহস্পতিবার রাতে তার শয়ন ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকাল ৯টায় থানা পুলিশসহ এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে পার্শ্ববর্তী জামির বাড়িয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে ২য় শ্রেণীর ছাত্র রব্বানীসহ তার নানার বাড়ীর অন্যান্য লোকদের সাথে সকালে আত্মহত্যাকারী মামুনুর রশিদের ফাঁস দিয়ে ঝুলানো লাশ দেখে বাড়ীতে ফিরে আসে। সন্ধারাতে রব্বানীর নানার বাড়ীর আঙ্গিনায় কাপড় শুকানোর খুটিতে গামছা পেঁচিয়ে নিচে চেয়ার দিয়ে আত্মহত্যার অনুকরণ করতে গিয়ে সেও আত্মহত্যা করেছে। মডেল থানার এসআই সুজাউদ্দৌলা গত শুক্রবার সন্ধারাতে রব্বানীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলে গতকাল শনিবার মর্গে থেকে বাড়ীতে লাশ এনে দাফন করেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।