শিবগঞ্জে অর্জুনপুর সেতুর উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে পৌরবাসীর বহুল আকাঙ্খিত করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ মাঠে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান শিবগঞ্জে আগমন করেন। এসময় মন্ত্রীকে গার্ড অব অনারের মাধ্যমে বরণ করে নেয় জেলা পুলিশ। শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ হতে পায়ে হেটে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর পরই শিবগঞ্জ পৌরবাসীর বহুল আকাঙ্খিত অর্জুনপুর সেতুর ভিত্তির প্রস্তর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। ভিত্তি প্রস্তর স্থাপনের পর শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। জাতির পিতার যোগ্য উত্তরসরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে সুষম উন্নয়নে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আনতে সক্ষম হয়েছি। এদেশের বিএনপি জামাত তথা স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। যাতে দেশের উন্নয়ন তাদের কারণে ব্যহত না হয়।
শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টিএমএসএস এর পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বিএমএ সাধারণ সম্পাদক ও শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল। এ সেতুর ভিত্তি প্রস্তরের মধ্য দিয়ে দিয়ে শিবগঞ্জ সদর থেকে দেড় কিলোমিটার দূরে অর্জুনপুরের প্রায় ৪ হাজার মানুষের নিত্যদিনের বিভিন্ন কাজে উপজেলা সদরে যাওয়ার একমাত্র পথ নদীপাড়াপাড়ের অবসান ঘটবে অর্জুনপুর তথা শিবগঞ্জ পৌরবাসীর।