গোলাপগঞ্জে ফুলবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : “মানবতার কল্যাণে আমরা” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে অরাজনৈতিক, অলাভজনক সংগঠন ফুলবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগ অসহায়, দুস্হ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি হল রুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি, সাংবাদিক ফাহিম আহমদের সঞ্চালনায়, ফুলবাড়ী আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা’র অভিভাবক সদস্য কামরান হোসেনের সভাপতিত্বে, দপ্তর সম্পাদক নাজিদ আহমদের কোরআন তেলাওয়াত ও শিক্ষা বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবেদের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খাঁন হিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, ফুলবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাংবাদিক আব্দুল আজিজ, টাইমস ট্রিবিউন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক রুবেল আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ব্রাদার্স ক্লাবের সভাপতি নিরুজ্জামান নিরু, সংরক্ষিত মহিলা সদস্য নুরি বেগম, সমাজসেবক মস্তাক আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। অনেকেই হাসপাতালে আসলেও নেই তাদের শীতের পর্যাপ্ত পোশাক। এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য তারা সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী আছন বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। এই সংগঠনের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে। আমি দোয়া করব তারা যেন সারাজীবন আমাদের মত অসহায়দের পাশে থাকেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন অপি, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন তুহিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মুন্না, ক্রিড়া সম্পাদক জাবেদ আহমদ, সদস্য জহির আহমদ, মুন্না আহমদ, জাহান আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিকভাবে সহযোগিতা করেন কানাডা প্রবাসী নাহিম আহমদ, স্বপন আহমদ, শিমন আহমদ, মঈন উদ্দিন, একলাল আহমদ, মহিউজ্জামান দিপক, মুরাদ আহমদ, এমরান আহমদ প্রমুখ। এসময় প্রায় ৭০ জন অসহায়, দুস্হ ও শীতার্তদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Next Post Previous Post