সৈয়দপুর শাহ শামসুদ্দিন (র.) হাফিজিয়া বালিকা মাদরাসার মাহফিল বুধবার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ২৯ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বাইতুল কুরআন মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট্য মুফাস্সিরে কোরআন হাফিজ মাওলানা হাবিবুর রহমান আনসারী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জামেয়া গহরপুরের মুহাদ্দিস বিশিষ্ট্য মুফাস্সিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা আব্দুর রহমান শায়খে কলুমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট্য মুফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম বাহুবলী, বিশেষ ইসলাহী বয়ান পেশ করবেন সান্ডারল্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব, খলিফায়ে শায়খে কৌড়িয়া (র.) হাফিজ মাওলানা সৈয়দ শায়খ ইমাম উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, সাবেজাদায়ে শায়খে কাতিয়া (র.) হযরত মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ, সিলেট বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মুখতার আহমদ, সৈয়দপুরের বিশিষ্ট্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সৈয়দ নুমান আহমদ প্রমুখ।
মাহফিলে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান।