সম্পদের অপব্যবহার রোধ : প্রযুক্তি ব্যবহার এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
রিকোর্স চাকমা, জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি): সোমবার (২৭ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয় এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জুয়েল সিকদার, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যান) লাইলাতুল হোসেন সহ রাঙামাটি সরকারী বেসরকারী বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার শিক্ষকগণ ও দশ উপজেলার বিজ্ঞান বিষয়ের উপর কুইচ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। কর্মশালায় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ২০৩০ সালের মধ্যে এলডিজির ১৭টি গোল্ড আছে সেখানে ১২ নং গোল্ডটিতে বলা আছে সম্পদের অপব্যবহার রোধ করা। আর আমাদের ১৭ গোল্ড বাস্তবায়ন করতে হলে ১২ নং গোল্ডটি আমাদের রোধ করতে হবে। আর বর্তমান যুগে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর। বর্তমানে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ নীতি, আমাদের জীবনযাত্রা, চিকিৎসা, কৃষি সহ সকল বিষয়ে তথ্য প্রযুক্তির উপর নির্ভর হয়ে গেছি। আমরা আগামীতে এই প্রযুক্তির বাইরে কোন কিছু চিন্তা করার অবকাশ নেয়। আমরা যে যেখানে থাকি না আমরা ব্যবসায়ে থাকি, কৃষিতে থাকি, লেখাপড়ায় থাকি সব কিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাবে। ঠিক একই ভাবে আমাদের সম্পদের সঠিক ব্যবহারেও প্রযুক্তির ব্যবহার করতে হবে, ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে আমাদের সকল কিছু নিয়ন্ত্রন