সারিয়াকান্দিতে মরহুম আব্দুল মান্নান এমপির কবর জিয়ারত করলেন-জেলা পুলিশ সুপার
পলাশ, স্টাফ রিপোর্টার : বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় সংসদ সদস্য, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা কৃষিবিদ মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করেছেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) । বুধবার সকালে উপজেলার বালুয়াহাটা কবরস্থানে উপস্থিত হয়ে মরহুম আব্দুল মান্নান এমপির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা, ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ দলীয় নেতা কর্মী ও সাংবাদিক বৃন্দ। দোয়া পরিচালনা করেন- সারিয়াকান্দি থানা মসজিদের ঈমাম মাওলানা মোঃ নুরুজ্জামান। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শনিবার সকালে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন এমপি আব্দুল মান্নান।