জাফলংয়ে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ.কে. আব্দুল মোমেন এমপি’র পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে গরীব, অসহায় ও শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু মুন্সির পরিচালনায়, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মাহমুদুর রশিদ দিদার, সাধারণ সম্পাদক ফেরদৌস খান, যুগ্ন সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মুক্তি রহিম, বানু লাল দাস, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. আলাউদ্দিন,
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,সুলেমান সিকদার, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান,
পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য শেখ ফরিদ, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কাশেম সম্পাদক আল-আমিন, ৪নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক দিলিপ শর্মা,জিয়াউর রহমান,
পূর্ব জাফলং স্বেচ্ছাসেবক লীগের রিয়াজুল ইসলাম প্রমুখ